ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মাহাথিরের শারিরীক অবস্থার উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মাহাথির মোহাম্মদ বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে গত শুক্রবার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তির পর এখন অনেকটাই সুস্থ আছেন।

একটি বিবৃতিতে বলা হয়েছে, অতিরিক্ত কফ জমে মাহাথিরের বুকে সংক্রমণ ছড়িয়ে পড়লে গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯২ বছর বয়েসী মাহাথির মোহাম্মদকে এখন সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

মাহাথিরের মেয়ে ম্যারিনা এক টুইটবার্তায় জানিয়েছেন, বাবাকে দেখতে গিয়েছিলাম। এখন তিনি ভালো আছেন। তবে এখন তার বিশ্রাম দরকার। তিনি দ্রুতই ফিরে বাকি কাজ শুরু করতে পারবেন।

এদিকে মাহাথির মোহাম্মদ গতকাল শনিবার বেনটংয়ে একটি পার্টিতে অংশগ্রহণ করার কথা ছিলো। কিন্তু ডাক্তারদের পরামর্শে তা আগে রাতে বাতিল করে দিয়েছিলেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) ভাইস-প্রেসিডেন্ট হিশামুদ্দিন তুন হুসেইন তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র: দ্য স্ট্রেটস টাইমস

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি