ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘মায়াবতী’র টিজার প্রকাশ, মুক্তি ১৩ সেপ্টেম্বর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

অবশেষে প্রকাশ পেল বহুপ্রতিক্ষিত ‘মায়াবতী’ চলচ্চিত্রের টিজার। বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়। এতে তিশার চরিত্রের নাম মায়া। মায়া বেগম। দেড় মিনিটের এই ভিডিওতে উঠে এসেছে মায়ার জীবনে ঘটে যাওয়া আনন্দ-বেদনার নানা দৃশ্য। টিজার দেখে বোঝাই যাচ্ছে গল্পটা প্রেমের, তবে এটি নীল বেদনায় আঁকা।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত সিনেমাটির নির্মাতা অরুণ চৌধুরী। গত বছর তার কাহিনি ও চিত্রনাট্যে মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’ সিনেমা। ‘মায়াবতী’ তার দ্বিতীয় চলচ্চিত্র।

‘মায়াবতী’র মূল চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন সহ আরো অনেকে।

এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী তিশা এবারই প্রথম কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন। তার বিপরীতে রয়েছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন তানভীর আনজুম।

২ ঘন্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমার গল্পে ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সঙ্গে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর সিনেমা ‘মায়াবতী’।

নির্মাতা সূত্রে জানা গেছে, দেশে মুক্তি পাবার পর বিশ্বের বিভিন্ন দেশে ‘মায়াবতী’ ছড়িয়ে দেবার প্রস্তুতিই শুরু হয়ে গেছে। সারা দেশে এ সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি