ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মা হলেন এষা দেওল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২৩ অক্টোবর ২০১৭

মা হলেন হেমা মালিনি এবং ধর্মেন্দ্র কন্যা এষা দেওল। সোমবার সকালে হিন্দুজা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন এই বলিউড অভিনেত্রী।

নতুন এই অতিথিকে স্বাগত জানিয়েছেন হেমা মালিনী, ধর্মেন্দ্র এবং ভরত তাখতানি। তারকা দম্পতি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কন্যা এশা দেওল ভরত তাখতানির স্ত্রী। জন্মের পর সন্তান এবং মা দু’জনেই সুস্থ আছেন।

বাবা হওয়ার খুশিতে নিজের অনুভূতি ভিন্ন ভাবে প্রকাশ করেছেন ভারত তখতানি। তিনি জানান, ঠিক কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। যখন ও হাসছে, তখন মনে হচ্ছে একেবারে আমার মতো দেখতে হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসায়ী ভারত তখতানিকে ২০১২ সালের জুনে বিয়ে করেন এষা দেওল। চলতি বছর এপ্রিলে মা হতে চলার সুখবর সবাইকে জানান এষা। অন্তঃসত্ত্বা থাকাকালীন ভক্তদের উদ্দেশ্যে প্রায়ই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ধুম ছবির এই নায়িকা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি