ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা হলেন রিচি সোলায়মান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে প্রেসবেটিরিয়ান হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন রিচি। মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক।


রিচির স্বামী রাশেক মালিক মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, মা আর নবজাতক সুস্থ আছেন। ফেসবুকে তিনি নকজাতক ও মায়ের ছবি পোস্ট করেন।


রিচি যুক্তরাষ্ট্রে স্বামীর সাথে বসবাস করে আসছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের মা হন রিচি। ছেলের নাম রাইয়ান।


রিচি বিয়ে করেন ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। রিচির স্বামী রাদেশ নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি