ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমির সন্তানের স্পেশাল ভিডিও ভাইরাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিমি চক্রবর্তীকে নিয়ে আলোচনা, সমালোচনা কিংবা গুজবের শেষ নেই। ভালো ছবি করলে প্রশংসিত হয়েছেন আবার কখনও কখনও প্রেম নিয়ে সমালোচিতও হয়েছেন। তবে এই সব কিছুর বাইরেও নিজের একটা জীবন আছে নায়িকার।

এক্ষেত্রে বলা যেতে পারে চিকু এবং ম্যক্সের কথা। ছুটির দিনে তাঁর এই দুই ছেলেকে নিয়েই ব্যস্ত থাকেন তিনি। নিজের কুকুরকে সন্তানের মতই ভালবাসেন মিমি। ছুটির দিনে অধিকাংশ সময় তাঁদের সঙ্গেই কাটান মিমি।

জানা গেছে, মিমি মতই ফেমাস তাঁর দুই ছেলে। পোষা কুকুরদের নিয়ে নানা ছবি পোস্ট করেন মিমি। কখনও দিওয়ালী স্পেশাল ভিডিও তো কখনও তাঁদের পাগলামির ছবি।

সব মিলিয়ে চিকু-ম্যক্সও নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সেরকমই হ্যালোউইন ডে স্পেশাল একটি ভিডিও পোস্ট করলেন মিমি। সেখানেও দেখা যাচ্ছে তাঁর এক ছেলে অর্থাৎ তাঁর পোষকে সাজিয়েছেন ভুতের মত। ফেক চুল লাগিয়ে ভয়ংকর লাগছে তাকে। এই ভাবেই মিমি সেলিব্রেট করলেন তাঁর হ্যালোউইন ডে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি