ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৩৭, ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ আগুনের ঘটনা ঘটে। 

পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের স্বজনরা জানিয়েছেন, ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। সম্ভবত রান্নাঘরের গ্যাসের লাইনে লিকেজ ছিল।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, এখানে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন এসেছে। তাদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। 

বাকি চার জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি