ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বমি করে সব ছিনিয়ে নেয় তারা!

মিরপুরে ছুরিসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মিরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানার ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বমি করে অভিনব উপায়ে সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতার ৩ জন হলেন, এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর (৩৮), মো: ওয়াসিম আকরাম (৩৫) এবং মো: জাহিদুল ইসলাম (৩০)।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন- গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সাগর এই দলের প্রধান। এই দলে সাতজন সদস্য রয়েছে। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করে। প্রথমে তারা কোন বাসে উঠে। একজন টার্গেটের উপর বমি করে দেয়। তখন দুই, তিন সদস্য সেখানে হৈ চৈ শুরু করে জটলা তৈরি করে। সুযোগ বুঝে দুই সদস্য ভিড়ের মধ্যে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমান বাকি সদস্যকে দিয়ে দেয়। এরপর সবাই সুযোগ বুঝে পালিয়ে যায়। 

কাজের সুবিধার্থে তাদের নিজস্ব সাংকেতিক ভাষা আছে। তারা টার্গেটকে ডাকে মামা নামে, পুলিশকে ডাকে লাতা নামে, এছাড়া দলনেতাকে মিস্ত্রী, সহযোগীকে তালবাজ কিংবা ঠেকো, গাড়িকে চাক্কা বলে। তারা নিজেদের গ্রুপের নাম দিয়েছে সেভেন স্টার। দলের সাত সদস্য সাত পৃথক জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে একসাথে কাজ করলেও কেউই কারও বাসা চেনে না!  ছিনতাইকৃত টাকা তারা তিন ভাগে ভাগ করে। একভাগ দলনেতা, একভাগ তাদের মামলা মোকাবেলার এবং এক ভাগ বাকি সদস্যদের। তাদের কেউ একজন গ্রেফতার হলে বাকি সদস্যরা জামিন করায়। 
গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে সাগর, ওয়াসিম এবং জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি এবং ওয়াসিমের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি