ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মিরপুরে জিততে দরকার ভালো পার্টনারশিপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মিরপুর টেস্টে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জিততে হরে দ্বিতীয় ইনিংসে টাইগারদের করতে হবে ৩৩৯ রান। ৫৭ রানের পুঁজি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ দল। জিততে হলে আরও ২৮২ রান করতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৮টি উইকেট। হারের ঘেরাটোপ মাথায় নিয়ে জিততে পারবে তো তো বাংলাদেশ?
৩৩৯ রান টেস্ট দুর্ভেদ্য কিছু নয়। তবে দ্বিতীয় ইনিংস ও বাংলাদেশের পরিসংখ্যান বিবেচনায় নিলে সেটি সুদূর পরাহত। কারণ দ্বিতীয় ইনিংসে তিনশ রান তাড়া করে কোনো টেস্টে জয় পায়নি টাইগাররা।
এছাড়া বাংলাদেশ কেন, যেকোনো দলের জন্যই মিরপুরের মাটিতে ৩৩৯ রান বাড়তি বোঝা। কারণ এর আগে তিনশ বা তার বেশি রান তাড়া করে মিরপুরের মাঠে কোনো দলই জিততে পারেনি। সে হিসেবে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া এই রান বাংলাদেশের জন্য বাড়তি চাপই বলা যায়। জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে।
তবে নিজেদের মাটিতে বাংলাদেশ বরাবরই ফেবারিট, আত্মবিশ্বাসীও  বটে। আত্মবিশ্বাসের সেই সুর শোনা গেল মিরপুর টেস্টে প্রথম ইনিংসে একমাত্র প্রতিরোধ গড়া মেহেদী মিরাজের কণ্ঠে। তিনি মনে করেন দলের প্রতিটা সদস্য আত্মপ্রত্যয়ী। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
শুরুতে তামিম আউট হলেও দ্বিতীয় ইনিংসের সূচনাটা বাজে হয়নি টাইগারদের। ভালোই খেলছিলেন ইমরুল ও মমিনুল। হঠাৎ দলীয় স্কোর ৪৯ রানের মাথায় খেই হারিয়ে ফেলেন ইমরুল। সেই সঙ্গে ৪৬ রানের জুটি ভাঙ্গে ইমরুল ও মমিনুলের।
 এই দুটি দুর্ঘটনা বাদ দিলে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার মতো ব্যাটসম্যান এখনো আছে। বাংলাদেশের দীর্ঘ ব্যাটিং লাইন আপ দেখলে জয়ের আশা করাটা অন্যায় হবে না বোধ করি।
বিশেষ করে মমিনুল দক্ষ একজন টেস্ট খেলুড়ে ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে  নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহও রান করার সামর্থ্য রাখেন। দেখে-শুনে খেললে বাংলাদেশের জন্য এই রান টপকানো শুধু সময়ের ব্যাপার মাত্র। এজন্য তাদেরকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।
লিটন দাশ, সাব্বির রহমান ও মেহেদী মিরাজও রয়েছেন পরের দিকে। অর্থাৎ এখনও প্রায় ৬ জন রয়েছেন যারা দলকে ব্যাট হাতে ভালো কিছু উপহার দেওয়ার সামর্থ্য রাখেন। তাই এ মুহূর্তে দরকার বড় জুটি গড়ে তোলা।
দুই কিংবা তিনটি জুটি গড়তে পারলে জেতা অসম্ভব হবে না মিরপুরে। এদিকে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আজ মাত্র তৃতীয় দিন। হাতে আছে দু’দিন। তাই জয় পরাজয় একটি রেজাল্ট বেরিয়ে আসবে। শুধু তাই নয়। এই ম্যাচ যে জিতবে সিরিজ যাবে তার ঝুলিতেই। জিততে হলে বাংলাদেশের দরকার ভালো পার্টনারশিপ।  
বাংলাদেশের সামনে এখনো দুটো দিন আছে, হাতে আট উইকেট। শুধু একটু দেখে-শুনে লঙ্কান বোলারদের সামলাতে পারলেই এই রান টপকেও ইতিহাস গড়বে বাংলাদেশ।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি