ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মিরপুরে ডিএনসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ৪ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ রবিবার মিরপুরের ১২নং সেকশনের ‘ধ’ ব্লকে অভিযান চালিয়ে ২০ হাজার বর্গফুট এলাকা অবৈধ দখলমুক্ত করা হয়। এসময় ৫০টি অবৈধ সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

পাশাপাশি মিরপুর ১ নং সেকশনের কাঁচাবাজার এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১০০টি অস্থায়ী দোকান, শেড, স্থাপনা ইত্যাদি উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করে জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

 অবৈধ স্থাপনা উচ্ছেদকালে ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ কাজী টিপু সুলতান এবং ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম ফকিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 ভবিষ্যতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডিএনসিসি’র পক্ষ থেকে জানানো হয়।

 //এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি