ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে ভুয়া আবেদনে মাদ্রাসার নামে চাল আত্মসাৎ

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ভুয়া আবেদন করে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইলিয়াছ শরিফ (৩২) নামে প্রতারকচক্রের এক সদস্যকে আটক করে মিরসরাই থানায় সোপর্দ করা হয়েছে।

ইলিয়াস উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের মৃত ইউসুফ শরিফের ছেলে।

মিরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী সোহাগ আহমেদ বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের মাধ্যমে মিরসরাই উপজেলার ১৫টি হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার জন্য ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই ১৫টি প্রতিষ্ঠান সরাসরি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিল। পরে চাল বরাদ্দ আসলে আমি আবেদন করা নম্বরে কল দিই। সে অনুযায়ী মাদ্রাসার প্রতিনিধিরা ছবি, জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে তা উত্তোলন করে নিয়ে যান।

‘মঙ্গলবার বিকালে উপজেলার বারইয়ারহাট উম্মাহাতুল মুমিন (রা.) মহিলা এতিমখানার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন অফিসে এসে অভিযোগ করেন, তার মাদ্রাসার নামে বরাদ্দ এক টন চাল তিনি পাননি। এটি শোনার পর চাল উত্তোলনকারী ইলিয়াছ শরিফকে কল দিয়ে অফিসে আসতে বলি। তিনি সন্ধ্যায় অফিসে আসলে জিজ্ঞাসাবাদ করার পর প্রতারণার মাধ্যমে চাল উত্তোলন করে তা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।’

পিআইও আরও বলেন, ‘চাউল বরাদ্দ হওয়া আরও কয়েকটি মাদ্রাসার নম্বরে যোগাযোগ করা হলে সেগুলোও বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতারক চক্রটি আরও কয়েকটি মাদ্রাসার নামে বরাদ্দ চাল উত্তোলন করে ফেলেছে। সবগুলো আবেদন নতুন করে তদন্ত করা হবে। প্রতারক ইলিয়াছ শরিফকে মিরসরাই থানায় সোপর্দ করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় পিআইও অফিসের অফিস সহকারীকে বাদী হয়ে নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে৷’ প্রতারণা করে চাল আত্মসাতের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি