ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিরাজের পর লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৬:০৪, ৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে দুই উইকেটে ৩১ রান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মেহেদী মিরাজ ও নাঈম শেখ।

শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভার মেইডেন দেন নাঈম। পরের ওভারে প্রথম বলেই মিরাজকে ফেরান নাসিম শাহ। রানের খাতা খুলতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

শুরুতেই উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেন নাঈম ও লিটন দাস। মাত্র ২২ বলে ৩১ রানের জুটি গড়েন দুজন। তবে বেশিদূর এগোতে পারেননি লিটন। শাহিনের বলে আউট হওয়ার আগে করেন ১৬ রান।

এ ম্যাচের জন্য কৌশলগত কারণে একদিন আগেই মূল স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। আর ম্যাচের দিন টস শেষে নিজেদের একাদশ ঘোষণা করেছে টাইগাররা।

স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তন এসেছে বাংলাদেশ স্কোয়াডে। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন লিটন দাস।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি