ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

প্রকাশিত : ১৪:৫৩, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৪, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর পল্টন থানায় নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে আদালতে মির্জা ফখরুল আত্মসমর্পণ করে পল্টন থানার পৃথক তিনটি মামলায় জামিনের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী দু’টি মামলায় জামিন নামঞ্জুর করেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় নাশকতার এই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তবর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করে। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি