ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মির্জা ফখরুলসহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ

প্রকাশিত : ১৫:২৩, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৩, ২০ সেপ্টেম্বর ২০১৬

পুলিশের কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখের আদালত অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু হল। আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এই মামলায় প্রধান আসামী মির্জা ফখরুলসহ ৩৬জন নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আরো ৩৮ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি জোটের অবরোধ চলাকালে পল্টনের ভিআইপি রোডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি