মিলছেনা বাসের কাঙ্খিত টিকিট (ভিডিও)
প্রকাশিত : ১৫:০৮, ২৭ জুলাই ২০১৯
ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে টারমিনালগুলোতে প্রত্যাশিত দিনের টিকিট মিলছেনা। এ জন্যে ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।তবে, কাংক্ষিত দিনের টিকিট না পেল্ওে যাত্রা নিশ্চিত করতে অন্য দিনের টিকিট কিনছেন কেউ কেউ। এবার ঈদের অগ্রিম টিকিটে বেশি ভাড়া নেয়া হচ্ছেনা বলে জানিয়েছেন পরিবহন কাউন্টারের কর্মীরা।
ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর বাস টারমিনাল গুলোতে টিকিট প্রত্যাশীদের ভীর ছিল কম।
তবে, কাঙ্খিত দিনের টিকিট না পেয়ে ক্ষোভ জানিয়েছেন টিকিট কিনতে আসা মানুষ। তারা চিন্তায় আছেন কিভাবে পরিবার নিয়ে গ্রামে যাবেন ।
প্রথম দিনেই অধিকাংশ টিকিট বিক্রি হওয়ায় প্রত্যাশীত দিনের টিকিট দিতে পারছেন না বলে জানানালেন কাউন্টার ম্যানেজাররা।
মহাসড়কে যানজট ও পুলিশের হয়রানি না থাকলে ঈদ যাত্রা ভাল হবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথ্ওা বলেন তারা।
আরও পড়ুন