ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের শুটিং শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২১ জানুয়ারি ২০২০

পুলিশের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। গত ১৯ জানুয়ারি রাতে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত চলচ্চিত্রটির সিক্যুয়েলের শুটিং শেষ হয়।

এ উপলক্ষে বিএফডিসির ৭নং ফ্লোরে টিম সদস্যদের নিয়ে ‘ক্যামেরা ক্লোজিং অনুষ্ঠান’ এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘কাট, শুটিং প্যাক আপ’ বলে ক্যামেরা ক্লোজ করেন পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

সিনেমার অন্যতম পরিচালক, কাহিনিকার এবং প্রযোজক সানী সানোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, এহসান রহমান, দীপু ইমামসহ সিনেমাটির পুরো টিম।

অনুষ্ঠানে চিত্রনায়ক শুভ বললেন, ‘মিশন এক্সট্রিম নিয়ে আমাদের দীর্ঘদিনের এই পরিশ্রম এবং ত্যাগ তখনই সার্থক হবে যখন দর্শকরা এটি পছন্দ করবেন।’

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘এত বড় স্কেলের একটি সিনেমার মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার জীবন শুরুর সুযোগ সৃষ্টির জন্য সানী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।’

অপর পরিচালক ফয়সাল আহমেদের ভাষ্য, ‘এবার ডাবিং, এডিটিং যুদ্ধে জয়ী হবার পালা। তবেই আমরা নিজেরা সিনেমাটি যেভাবে দেখেছি সেভাবে দর্শকদের দেখাতে পারবো।’

সানী সানোয়ার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, খুব শিগগিরই দুই পর্বের ডাবিংই শুরু হচ্ছে। প্রথম পর্ব মুক্তি পাবে রোজার ঈদে এবং সে উদ্দেশ্যে ফেব্রুয়ারি থেকে প্রথম পর্বের পুরোদমে প্রমোশনের কাজ শুরু হবে।

 

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি