ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিশরে আটক সাংবাদিকের মুক্তির দাবি আল-জাজিরার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২১ ডিসেম্বর ২০১৭

নিজেদের এক প্রতিবেদকের মুক্তির দাবি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা। আল-জাজিরার ওই প্রতিবেদকের নাম মাহমুদ হোসেইন। জানা যায়, গত একবছর ধরে ওই প্রতিবেদককে আটক করে রেখেছে মিশরের সরকার।

মিশর সরকার তার আটকাদেশের মেয়াদ বাড়ানোর জন্য গত বুধবার এক বিবৃতিতে আল-জাজিরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। ওই প্রতিবেদকের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তবে, মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উস্কানি প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে পরিবারের সঙ্গে কায়রোতে যান মাহমুদ হোসেইন। ওই সময় মিথ্যা সংবাদ প্রচারের দায়ে তাকে আটক করে দেশটির প্রশাসন। এদিকে সামরিক কারাগারে থাকায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করে আল-জাজিরা। একইসঙ্গে অনতিবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তার সহকর্মীরা।

বিবৃতিতে আল-জাজিরা জানায়, মিশর প্রশাসনের এই ধরণের উদ্যোগের তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের এহেন কর্মকাণ্ড মিশরের আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

সূত্র: আল-জাজিরা

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি