ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মিশরে আরও তিন মাসের জরুরি অবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৪৫, ৩ জানুয়ারি ২০১৮

নিরাপত্তার কারণ দেখিয়ে মিশরে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে দেশটির সরকার। জরুরি অবস্থা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার এক ডিক্রির (রাষ্ট্রপতির আদেশ) মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জরুরি অবস্থার মেয়াদ বাড়ান।

গতমাসে দেশটিতে মসজিদ ও চার্চে হামলায় ৪ শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় গত ২ জানুয়ারি জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আল-সিসি।

এর আগে গতবছরের এপ্রিলে দুটি গির্জায় সন্ত্রাসী হামলায় ৪৫ পুণ্যার্থী নিহত হওয়ায় গত বছর প্রথম দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন সিসি। এছাড়া গত বছরের জুলাই ও অক্টোবরে সেই জরুরি অবস্থার মেয়াদ দুই দফায় বাড়ান সিসি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা বলেন, এই জরুরি অবস্থার মাধ্যমে দেশটিতে যেকোন অঞ্চলে অভিযান চালাতে পারবে দেশটির নিরাপত্তা বাহিনী। এদিকে চলতি বছরেই মিশরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহেই নির্বাচনের তারিখ ঘোষণার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, জরুরি অবস্থার মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন করতে চান সিসি।

সূত্র: গার্ডিয়ানে
এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি