ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘মিশরে মসজিদে হামলাকারীরা আইএসের পতাকা বহন করে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৬ নভেম্বর ২০১৭

মিশরে গত শুক্রবার মসজিদে হামলা চালিয়ে শতশত মুসল্লী হত্যাকারীরা জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা বহন করছিল বলে দাবি করেছেন মিশরের সরকারি কর্মকর্তারা।

শুক্রবারের ওই হামলায় কমপক্ষে ৩০৫ নিরীহ মুসল্লী নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪৫ জন । মিশরের সরকারি কৌসূলি বলেন, হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সন্ত্রাসী জড়িত। তারা হামলাকালে আইএসের পতাকা বহন করছিল।

এদিকে হামলাকারীদের লক্ষ করে ইতোমধ্যে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি হামলার কড়া জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

সূত্র: গার্ডিয়ান

এমজে/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি