ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী করায় ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৮ সেপ্টেম্বর ২০২৪

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী মিশেল বার্নিয়েকে মনোনীত করায় ব্যাপক বিক্ষোভ শুরু করেছে বাম রাজনৈতিক দলগুলো। 

গেল জুন মাসে ফ্রান্সের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে নির্বাচনের বেশির ভাগ আসন পায় বামপন্থীরা। 

তাই ডানপন্থীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়ায় বিক্ষোভের ডাক দেয় বিভিন্ন সংগঠন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে লাখেরও বেশি মানুষ বিক্ষোভ করেন। খবর বিবিসির।

কট্টর বামপন্থি ফ্রান্স আনবোয়েড পার্টির নেতা জ্যঁ–লুক মেলেশোঁ বলেন, গণতন্ত্রের জন্য ম্যাক্রোঁর কূটকৌশল রুখে দিতে হবে। এ সময় সেখানে উপস্থিত অন্যদের ‘গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে’, ‘নির্বাচন চুরি হয়ে গেছে’—এমন স্লোগান দিতে শোনা যায়।

এর আগে প্রধানমন্ত্রী পদের জন্য বামরা লুসি ক্যাসেটসকে প্রার্থী করলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তা প্রত্যাখ্যান করেন। যুক্তি দেখান, জাতীয় পরিষদে আস্থা ভোটে হেরে জেতে পারেন লুসি। 

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ম্যাক্রো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি