ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিসওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রীম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৪, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মিসওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল স্পন্সর করেছে লাভেলো আইসক্রীম। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি তুলে ধরতে বড় এই আসরে স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
২৭ জুলাই সোনারগাঁও হোটেলে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুরু। আগষ্টের মাঝামাঝি প্রতিযোগিতার অডিশন রাউন্ড শুরু হবে এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। এ প্রতিযোগিতায় বিজয়ী আগামী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠেয় মিসওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।
লাভেলো আইসক্রীমের প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বলেন, মিসওয়ার্ল্ড বাংলাদেশের স্পন্সর হতে পেরে আমরা খুশি। এই আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারীদের সামর্থ্যকে তুলে ধরতে সাহায্য করবে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি