মিসরের চেয়ে বেশি পিরামিড আছে যে দেশে
প্রকাশিত : ২০:০৮, ১২ নভেম্বর ২০১৭
আফ্রিকার দেশ সুদান হচ্ছে যুদ্ধাক্রান্ত এক রুক্ষ মরুভূমির দেশ। গণহত্যার অভিযোগ আর দারফুরের শরণার্থী সংকটের কথা কমবেশি সবাই জানে।
কিন্তু দেশটির বিস্তীর্ণ মরু এলাকায় রয়েছে হাজার বছরের পুরনো বহু পিরামিড। আকারে কিছুটা ছোট হলেও এদের সংখ্যা ২৫০টিরও বেশি।
সম্প্রতি দেশটির তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের একটি অংশ এগিয়ে এসেছে নিজের দেশের ইতিহাস সম্পর্কে জানতে এবং জানাতে।
এমনই একজন মোহামেদ আল মুর, বিদেশি পর্যটকদের গাইড হিসেবে কাজ করেন।
"আমি অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে এই পিরামিডগুলো আসলে কেউ দেখেইনি এখন পর্যন্ত। এটাও অবাক করার মত ব্যাপার যে কেউ এগুলোর দেখাশুনা করে না। এটা আমাদের পরিবারগুলোর নিজেদের প্রাচীন ইতিহাস। পরিবারের কাছ থেকে এই জায়গা সম্পর্কে আমি শুনেছি। শুনেছি এই জায়গাগুলো একেকটি কত বড় সভ্যতা ছিল!"
মোহামেদ দেশটির তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানাতে এবং বিনা পয়সায় পিরামিড দেখনোর উদ্যোগ নিয়েছেন।
দিনব্যাপী এসব ট্যুরে নিয়মিত তিনি নিয়ে যাচ্ছেন দেশটির বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের। এদের অনেকেই এখন একাধিক বার করে যাচ্ছেন সেইসব স্থাপনায়।
মোহামেদ বলছিলেন কিছু পিরামিড আছে ডিনামাইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮৩০ সালে ইতালীয় একজন রত্ন শিকারি মূল্যবান রত্নের সন্ধানে গুড়িয়ে দিয়েছিলেন কয়েকটি পিরামিড।
অনেক সমাধির জিনিসপত্র চুরি হয়ে গেছে।
মোহামেদের আশা সামনের দিনে নিজেদের পিরামিডগুলো রক্ষার দায়িত্ব নেবে সুদানের তরুণ ছেলেমেয়েরা।
সূত্র: বিবিসি
এম/ডব্লিউএন
আরও পড়ুন