মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হলেন অথৈ
প্রকাশিত : ১৭:১৬, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:১৭, ১৮ নভেম্বর ২০১৭
মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হলেন তাহমিনা অথৈ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাস্টার্সের ছাত্রী। দেশের শতাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ছাত্রীদের টপকে চ্যাম্পিয়ন হলেন অথৈ।
চতুর্থবারের মতো আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’-এ
চ্যাম্পিয়ন হওয়ায় অথৈ পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে রিং, বইবাজার থেকে পাঁচ হাজার টাকার বই ও ক্রাউন।
এছাড়া প্রথম রানার আপ হয়েছেন তাহসিন ওয়াজেদ এশা, যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী এবং ২য় রানার আপ হয়েছেন ফাতিমা ইয়াসমিন লিয়া। লিয়া রপ্তানিকারক বিশ্ববিদ্যালয় ফ্যাশন ও প্রযুক্তি বিভাগের ছাত্রী।
শুক্রবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশকে।
মিস ইউনিভার্সিটি বাংলাদেশ চ্যাম্পিয়ন অথৈ বলেন, ‘ফেসবুকে এই আয়োজনের পোস্ট দেখে অংশ নেই। আমার দুই বন্ধু এটা আমাকে জানিয়েছিল। অনলাইনে রেজিস্ট্রেশন, অডিশন, বিভিন্ন পারফরমেন্স, গ্রুমিং এর পর চূড়ান্তফল আসে শুক্রবার।’
তিনি আরও বলেন, ‘দেশের বাইরে গিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ও দেশের সংস্কৃতিকে তুলে ধরবো ভাবতেই ভালো লাগছে। সেখান থেকে ফিরে একজন ভালো অভিনেত্রী হবো। পাশাপাশি সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হবো।’
এসএ/