ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিস ওয়ার্ল্ড থেকে বাদ জেসিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩০, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অবশেষে স্বপ্ন ভঙ্গ হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামের। মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন তিনি। এর আগে তিনি ‘গ্রুপ সিক্স’ থেকে বিজয়ী হয়ে প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন।

২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, বিশ্বের ১২০টি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশের মধ্যে ছিলেন। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অবস্থান ইতিবাচক বলে মনে করি।’

তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিরাপত্তার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীরা নিজের বাড়ি মতো সেখানে নিরাপদ পরিবেশে থাকতে পেরেছেন। আগামীতে বাংলাদেশি মেয়েদের এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ সৃষ্টি করবে।’

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি