মিয়ানমারে সংঘাতে এক সপ্তাহে বাস্তুচ্যুত ২৬ হাজার মানুষ
প্রকাশিত : ১৬:২৯, ২০ নভেম্বর ২০২৩
মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠিগুলোর মধ্যে চলমান সংঘাতে মাত্র এক সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ।
জাতিসংঘ জানায়, গেল সপ্তাহ থেকে পশ্চিম রাখাইনে আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে। সম্প্রতি আরাকান আর্মি রাখাইন ও প্রতিবেশী চিন রাজ্যে সেনা পোস্টে হামলা চালায়। রাখাইনের রাজধানী সিত্তে থেকে ১৬ মাইল পশ্চিমে পাউকতাও শহরেও আক্রমণ চালিয়ে পুলিশ স্টেশন দখলে নেয়। এ ঘটনার পর জান্তাবাহিনী পাল্টা হেলিকপ্টার থেকে গুলি চালায়। জাতিসংঘ বলছে, কেবলমাত্র পাউকতাও শহরেই এক সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে ১৯ হাজারের বেশি মানুষ। রাখাইনে প্রবেশের সব পথ বন্ধ থাকায় সেখানে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানায় সংস্থাটি।
এসবি/
আরও পড়ুন