ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারের গুলিতে বাংলাদেশি নিহত, ঢাকার প্রতিবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১১ অক্টোবর ২০২৪

মিয়ানমার নৌবাহিনীর ছোড়া গুলিতে মো. ওসমান (৫০) নামে এক জেলে নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১১ অক্টোবর) দেশটির সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার মিয়ানমার দূতাবাসে পাঠানো কূটনৈতিক নোটে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

কূটনৈতিক নোটে মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং আর কোনো উসকানি থেকে বিরত থাকার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগর মোহনায় বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার উপকূল থেকে গুলিবর্ষণে একজন নিহত হন। আহত হন তিন জেলে। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪টি ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। পরে ট্রলারসহ অন্য মাঝিদের ছেড়ে দেয় মিয়ানমার।

নিহত মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি