মিয়ানমারের জেনারেলদের নিষিদ্ধের দাবি ৪৩ কংগ্রেসম্যানের
প্রকাশিত : ১৩:৪৬, ২১ অক্টোবর ২০১৭
রোহিঙ্গাদের নির্যাতন, ধর্ষণ ও তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের জেনারেলদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৩ জন কংগ্রেসম্যান। তারা দোষীদের বিরুদ্ধে ‘কার্যকর পদক্ষেপ’নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে চিঠি দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়কে দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন রিপাবলিকান পার্টি ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্যরা।
চিঠিতে জানানো হয়, রাখাইনে সহিংসতা বন্ধের পদক্ষেপে আগ্রহ নেই মিয়ানমার সরকারের। সেখানে যেসব ঘটনা ঘটছে তা অস্বীকার করছে মিয়ানমার। যারা মিয়ানমারে আটকা পড়েছে এবং যারা দেশে ফিরতে চায় তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যা কিছু করা সম্ভব সেটা করার আহ্বান জানাচ্ছি আমরা।
চিঠিতে বলা হয়, যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। জাতিগত নিধন ঠেকাতে অবিলম্বে সে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানায় আমরা। একইসঙ্গে যারা এ ঘটনায় জড়িত, তাদের তালিকা প্রণয়নের পর একে একে নিষিদ্ধ করতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাখাইনে নিপীড়নের মূল হোতা দেশটির জেনারেলরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মিয়ানমারের বিরুদ্ধে শুধু কড়া বক্তব্য দিয়েই দায় সারলেও কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
সূত্র: রয়টার্স।
আর/এআর
আরও পড়ুন