মিয়ানমারে কারাভোগ শেষে ১৯ জন বাংলাদেশীকে দেশে ফেরত
প্রকাশিত : ১৭:৩৮, ১৫ জুন ২০১৭ | আপডেট: ০৯:৫৬, ১৭ জুন ২০১৭
মিয়ানমারে কারাভোগ শেষে ১৯ জন বাংলাদেশীকে দেশে ফেরত আনা হয়েছে।
সকালে বান্দরবনের ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের ঢেকিবনিয়ায় বৈঠকের পর তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করেন মিয়ানমারের ইমেগ্রশন বিভাগের প্রতিনিধি। এতে বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল হাসান খান। ফেরত আসা ব্যক্তির মধ্যে কক্সবাজার জেলা সহ দেশের নয় জেলার ১৮ জন রয়েছে। একজন টেকনাফের নয়াপাড়া শরাণার্থী ক্যাম্পের রোহিঙ্গা। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে এদের ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন