ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে শপথ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট থিন কিউ

প্রকাশিত : ১০:২৬, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

মিয়ানমারে দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শপথ নিতে যাচ্ছেন গণতান্ত্রিক সরকারের নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউ। আজ আনুষ্ঠানিকভাবে সাধারণ নির্বাচনে বিজয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সমর্থিত  প্রেসিডেন্ট থিন কিউয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন সেনা সমর্থিত থেইন সেইন। এদিকে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে থেইন সেইন। ২০১২ সালে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সংঘর্ষের জেরে ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। গেল নভেম্বরে নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি’র জয়ের পর সামরিক শাসনের অবসান হয় দেশটিতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি