মীর কাসেম আলীর রিভিউ খারিজ, মৃত্যুদন্ড বহাল
প্রকাশিত : ১৫:০৮, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৮, ৩০ আগস্ট ২০১৬
জামায়াতের অন্যতম অর্থযোগানদাতা ও তৃতীয় শীর্ষ আলবদর নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের মধ্য দিয়ে মৃত্যুদন্ড বহাল রাখলো আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষনা করেন। এখন সরকার তার নির্বাহী আদেশে রায় কার্যকর করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। তবে মীর কাসেম যদি প্রান ভিক্ষার আবেদন করেন তবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দন্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ থাকবে।
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের আল বদর কমান্ডার মীর কাসেমের নির্দেশেই চট্টগ্রামের নির্দেশে মুক্তিযোদ্ধা ও সাধারণ মামুষকে নিয়ে চালানো হতো অমানুষিক নির্যাতন।
সে সময়ে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যার অপরাধে ট্রাইব্যুনালের রায় বহাল রেখে মীর কাসেমের রিভিউ খারিজ করে দেয় আপিল বিভাগ।
নিয়ম অনুযায়ী এখন উচ্চ আদালত থেকে রায়ের কপি ট্রাইব্যূনাল হয়ে যাবে কারাগারে। সেখানে মীর কাসেম কে রায় পড়ে শোনানো হলে রাষ্ট্রপতির কাছে প্রান ভিক্ষার বিষয়টি তাকে জানানো হবে। কাসেম যদি আবেদন করেন আর সে আবেদন নাকচ হলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।
তবে প্রান ভিক্ষার বিষয়ে মীর কাসেম নিজেই সিদ্ধন্ত নেবেন বলে জানান তার আইনজীবী।
মির কাসেম হলেন ষষ্ঠ যুদ্ধাপরাধী, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের পর্যায়ে এসেছে। এই যুদ্ধাপরাধী এখন আছেন কাশিমপুর কারাগারের কনডেম সেলে।
আরও পড়ুন