ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সাংবাদিক সমাজ কাজ করবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৭ মে ২০১৮ | আপডেট: ২০:১৪, ২৬ মে ২০১৮

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেছেন, মুক্তিযোদ্ধাদের চেতনা ও স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজ সর্তক আছে এবং সেই আলোকে কাজ করবে। সাংবাদিকরা মুক্তিযোদ্ধের চেতনাকে রক্ষায় এগিয়ে আসবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মনজুরুল আহসান বুলবুল বলেন, আপনার সময় সাংবাদিক হত্যার বিচার হয়। আপনার সময় সাংবাদিক হত্যার বিচার হয়েছে। বাকি সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর বিচার হবে আশা করি।

তিনি ওয়ান ইলেভেনের কথাও স্মরণ করেন। কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাড়িয়েছিলেন তা বলেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি