ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের প্রথম স্বশস্ত্র প্রতিরোধ দিবস আজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৩৬, ২০ মার্চ ২০১৮

১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে পাক হানাদারদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ছিল ছাত্র জনতা। এখানেই গড়ে তুলেছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ। শ্লোগান উঠেছিল ‘জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর’। প্রথম স্বশস্ত্র প্রতিরোধের দিনটিকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

মার্চের উত্তাল দিনে জয়দেবপুর ভাওয়াল রাজবাড়ীতে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙ্গালি সেনাদের সুকৌশলে নিরস্ত্র করতে অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদরদপ্তর।

সে সময় মুক্তিকামী বাঙ্গালী জোয়ান ও কর্মকর্তারা অস্ত্র জমা না দিয়ে কালক্ষেপণ করে। তাদের মনোভাব বুঝতে পেরে ১৯ মার্চ বিগ্রেডিয়ার জাহানজেব এক কোম্পানী পাঞ্জাবী সেনা নিয়ে জয়দেবপুরের দিকে রওনা হয়।

এ খবরে বিক্ষুদ্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত সড়কে ব্যারিকেড দেয় তারা। প্রতিরোধ যুদ্ধে যোগ দেয় কিছু বাঙ্গালী সেনা। পাক বাহিনীর বিরুদ্ধে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ।

সরকারের পক্ষ থেকে এবারই প্রথম দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা।

জয়দেবপুরের ওই প্রতিরোধ যুদ্ধই হয়ে উঠে মুক্তিযোদ্ধাদের প্রেরণা। মাতৃভূমিকে রক্ষার প্রাণপণ লড়াইয়ে যোগ দিতে থাকে বাঙালি সেনারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি