ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়র রহমানের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২, ১৬ জুলাই ২০২০

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাবা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুজিবনগর সরকারের বিচারপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দিনভর নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে দলীয় র্কাযালয়ে জাতীয় পতাকাসহ দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও কাঙালি ভোজ। অনুষ্ঠানে প্রয়াতের ছেলে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি