ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসব শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২৩ মার্চ ২০১৮

মুক্তিযুদ্ধ জাদুঘরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা উৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান শুরু হয়। কালরাত্রির গণহত্যার স্মৃতিচারণা, গান, নৃত্য আর অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।

পথ নাটক পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু করে বাড্ডার আলতুন্নেছা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পথনাটক বটতলার পাগল পরিবেশন করে খেয়ালী নাট্যগোষ্ঠী।

সন্ধ্যায় জাদুঘর মিলনাতয়নে চলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা। ‘১৯৭১-এ পাকিস্তানি বাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক-বক্তৃতা দেন অধ্যাপক অজয় রায়। এ সময় তিনি সেই ভয়াল রাতের বীভৎসতা তুলে ধরেন। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি কবি রবিউল হুসাইন।

 

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি