ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধ মন্ত্রীর করোনা জয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২২ জুন ২০২০

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ফলাফল নেগেটিভ এসেছে। রবিবার বিকালে তিনি অনেকটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।

একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রীর ঘনিষ্ঠ স্বজনরা জানান, মন্ত্রীর শারীরিক অবস্থার অনেক ভালো। ফলাফল নেগেটিভ এসেছে। তাই তিনি (মন্ত্রী) হাসপাতালে থাকতে চাচ্ছিলেন না। তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

গত ১২ জুন করোনা শনাক্তের পরের দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেয়া হয়। সেখানে জেনারেল বেডেই তাদের চিকিৎসা চলছিল। মাঝে মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাদের অক্সিজেন দেয়া হচ্ছিল। সিএমএইচে পুনরায় নমুনা পরীক্ষা করা হলে শনিবার মন্ত্রীর ফলাফল নেগেটিভ আসে। সেই সঙ্গে শারীরিকভাবেও তিনি সুস্থ আছেন।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি