ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘটনাবহুল ৭ নভেম্বর

মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৮:২৩, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঘটনাবহুল ৭ নভেম্বর আজ। ক্যু-পাল্টা ক্যুসহ নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ১৯৭৫ সালের এই দিনে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ দিবসটিকে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে থাকে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে ব্যানার-পোস্টার ও বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি। তবে দিনটি উপলক্ষে আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেয়নি। এদিকে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ বিকাল ৩টায় রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি