ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা কোটা পুর্ণবহালের দাবিতে শাহবাগে অবস্থান(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:১০, ৪ অক্টোবর ২০১৮

কোটা বাতিলের প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। সরকারী চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবি জানিয়েছেন তারা। এসব দাবি আদায়ে লাগাতার অবস্থানসহ শনিবার শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদনের পর, বুধবার রাত ৯টার দিকে শাহবাগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে জড়ো হন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বন্ধ করে দেয়া হয় যানবাহন চলাচল। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে শাহবাগ চত্ত্বর।

একে একে মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন ইউনিটও একাত্বতা ঘোষণা করে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ন্যায্য দাবি আদায়ে শাহবাগে লাগাতার অহিংস অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি শনিবার মহাসমাবেশের ঘোষণা দেন তারা।

স্বাধীনতাবিরোধীদের প্ররোচনায় কোটা বাতিল করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি