ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৩০ জুন ২০২১

মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার শহীদুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এই দিনে তিনি কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে মারা যান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা দল ‘মামা বাহিনী’ গড়ে তুলেছিলেন শহীদুল হক। এ জন্য সবার কাছে তিনি পরিচিত ছিলেন ‘মামা’ নামে। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর ঢাকার মিরপুর অবরুদ্ধ করে রাখা বিহারিদের বিরুদ্ধেও সাহসিকতার সঙ্গে লড়াই করেন তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শহীদুল হক। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীও ছিলেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি