ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

মুক্তির অপেক্ষায় শাকিব-নুসরাতের ‘শাহেনশাহ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ২৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:৪৩, ২৪ আগস্ট ২০১৯

শাকিব খান ও নুসরাত ফারিয়ার রোমান্স দেখতে মুখিয়ে আছে দর্শক। দুই তারকাকে এক সঙ্গে দেখা যাবে ‘শাহেনশাহ’ সিনেমায়। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৪ অক্টোবর মুক্তি পাচ্ছে  ‘শাহেনশাহ’। যদিও এর আগে বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। তবে এবার নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে নির্মাতা রনি জানিয়েছেন, অক্টোবরের শুরুতে উদযাপিত হবে দূর্গা পূজা। আর এই পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন তারা।

নুসরাত ফারিয়া বলেন, ‘‘শাহেনশাহ’ সিনেমা নিয়ে ভক্তদের অপেক্ষার অবসান হলো। অবশেষ চূড়ান্ত হয়েছে এর মুক্তির তারিখ। সিনেমার গল্প অসাধারণ। এতে একেবারে নতুন রূপে হাজির হচ্ছি। নায়ক শাকিবের সঙ্গে আমার রসায়ন জমেছে বেশ। সব মিলিয়ে ভালো কিছু হবে। আশা করছি এটি দর্শকের মন ভরাবে।’

এ সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে জুটি হলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। তা ছাড়াও রোদেলা জান্নাত নামের এক নবাগত অভিনেত্রীর অভিষেক হচ্ছে এ ছবির মাধ্যমে। পাশাপাশি মিশা সওদাগর, অনুভব মাহবুব, উজ্জ্বল, আহমেদ শরীফ, লিটন হাসমিকে দেখা যাবে সিনেমাটিতে।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় চলতি বছরের মার্চ মাসে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি