দেখুন ভিডিও
মুক্তি পেল ‘কিন্তু গল্প নয়’ ট্রেলার
প্রকাশিত : ০৮:৫০, ২৭ মে ২০১৮
শিখা-নীল-দীপ। এই তিনটি চরিত্রকে অন্যধারার সিনেমায় নিয়ে আসছেন পরিচালক পবিত্র গোস্বামী। অসুস্থতাকে কেন্দ্র করে সমাজের অন্ধকার এবং আলোর দিক দু’রকম ভাবে আলোকপাত করেছেন পরিচালক। তবে ‘কিন্তু গল্প নয়’ সিনেমাটির চিত্রনাট্য জুড়ে রয়েছে নানা মোড়ক।
রাজনীতি, সমাজ, অসুস্থতা। বাস্তব জীবনের জানা-অজানা সত্যকে এই সিনেমাতে তুলে ধরেছেন পরিচালক। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে তারই ট্রেলার।
শিখা একজন মেধাবী ছাত্রী, যে শারীরিক অসুস্থতার কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসার পেছনের অবৈধ কাজকর্মের জন্য শিখার অনেকটা টাকা খরচা হয়ে যায়। সুস্থ হওয়ার পর শিখা নিজের পুরনো জীবনে ফিরে যায়। তবে ফিরে যেতেই ক’দিনের মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়ে সে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় স্টুডেন্টস হেল্থ হোমে। সেখানে যেতেই বদলে যায় তার জীবন।
সেখানে একটি বাচ্চা ছেলে দীপের সঙ্গে দেখা হয় শিখার। ক্লাস সেভেনে পড়া দীপের সঙ্গে শিখার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে ওঠে। নিজের ভাইয়ের মতোই দীপের দেখভাল করতে থাকে শিখা।
অন্যদিকে নীল, শিখার বয়ফ্রেন্ড, তাকে ঘিরেও মাথা চারা দিয়ে ওঠে বিভিন্ন সমস্যা। রাজনীতির আধারির চক্করে জড়িয়ে যায় শিখ, দীপ, নীলের জীবন।
সিনেমাটিতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, সায়ন্তনি গুহা ঠাকুকরতা, পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার সহ অনেকে। আগামী ১ জুন মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/