ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তি পেল প্রিয়াঙ্কা চোপড়ার গানের অ্যালবাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কয়েক দিন আগে নিজের জন্মদিন কাটাতে ছুটি গিয়েছিলেন মু্ম্বাই। সেখানে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পর প্রিয়াঙ্কা ফিরে গিয়েছেন মার্কিন মুলুকে

সেখানে একদিকে চলছে আগামী হলিউড ছবি ‘ইজ নট ইট রোম্যান্টিক’-এর কাজ। অন্য দিকে, চলছিল গায়িকা প্রিয়াঙ্কার অ্যালবাম রিলিজের শেষ মুহূর্তের প্রস্তুতি।

এরই মধ্যে নিজের নতুন সিঙ্গল অ্যালবাম ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ মুক্তির কথা জানিয়ে টুইট করলেন বলিউডের ‘জংলি বিল্লি’ প্রিয়াঙ্কা চোপড়া। অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কস-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যালবাম প্রকাশ করলেন অভিনেত্রী।

গায়িকা প্রিয়াঙ্কা জানিয়েছেন, জীবনের এক অচেনা সময়ে এই গান লিখেছিলেন তিনি। তাঁর বিশ্বাস, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মনের দিক থেকে ‘ইয়ং’ এবং ‘ফ্রি’ থাকলেই লড়াই করা সম্ভব। তাই তাঁর এই নতুন অ্যালবামের গান নয়া প্রজন্মকে উৎসর্গ করছেন তিনি। সূত্র : জিনিউজ।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি