ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুচলেকা দিয়ে মুক্ত জবি শিক্ষার্থী সোবহান

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৪, ১ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহানকে থানা হেফাজতে নেয়ার ২১ ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় তিনি মুক্ত হন। এর আগে বুধবার বিকাল ৪টায় লক্ষ্মীপুর জর্জ কোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেট ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময় তাকে আটক করা হয়। 

সোবহানের বড় ভাই আবদুল রাজ্জাক বলেন, থানা থেকে গতকাল রাতে আমাদের বলেছিল সকালে ছাড়বে। আজ সকালে আমরা আসি। পরে কাগজপত্রের কাজ শেষ করে মুচলেকা দিয়ে ভাইকে মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সাপোর্ট দিয়েছে।

আইন বিভাগের চেয়ারম্যান ড.মাসুম বিল্লাহ বলেন, আইন বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয়ভাবে সোবহানের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং আইনিভাবেই তাকে আমরা কোন অভিযোগ ছাড়াই মুক্ত করে আনতে পেরেছি। শিক্ষার্থীদের যেকোন বিপদে ও সমস্যায় আইন বিভাগ পাশে আছে, থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থী আটকের খবর পাওয়ার সাথে সাথেই আমরা থানার ওসি ও এসপির সাথে যোগাযোগ করি। রাতেই আমকে জানানো হয় সকালে ছাড়বে প্রোসেসিং করে। আমরা নিশ্চিত হয়েছি সে মুক্ত হয়েছে। তার বাবা-ভাই থানা থেকে সোবহানকে বাড়িতে নিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি