ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

‘মুজিব কোট’ পোড়ালেন  আ’লীগ নেতা, বললেন ক্ষোভের কথা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৯ ডিসেম্বর ২০২৪

প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। তিনি জানান, আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।

রেজাউল করিম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের রাস্তায় মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মুজিব কোট পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রেজাউল করিম বলেন, এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, উনি সব সময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন৷ বিগত সময়ে সাবেক স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ রকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে আজকের এ দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি