ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুটিয়ে যাওয়া কি ক্যান্সারের কারণ? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে মুটিয়ে যাওয়ার সাথে ক্যান্সারের সম্পর্ক নিয়ে এক গবেষণা প্রকাশ করেছে।   

গবেষণায় আগামী পঁচিশ বছরের মধ্যে ধূমপান নয়, বরং ওবেসিটি বা মুটিয়ে যাবার কারণে ব্রিটিশ নারীদের ক্যানসারে আক্রান্ত হ্ওয়ার হার বাড়বে বরে জানানো হয়েছে।

গবেষণায় বলা হয়েছে যে, ২০১৫ সাল নাগাদ ধূমপানকারীর সংখ্যা প্রায় বাইশ শতাংশ কমে গেলেও ওবেসিটি আক্রান্ত ব্রিটিশ নাগরিকের সংখ্যা প্রায় একই হারে বেড়েছে।      

এদিকে নারীদের তুলনায় বেশি সংখ্যক পুরুষ ধুমপান করায় পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা হেরফের হওয়ার সময় আরও পরে আসবে বলে জানান গবেষকরা।   

উল্লেখ্য, যুক্তরাজ্যে ওবিস বা মাত্রাতিরিক্ত ওজনের লোকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এমনকি ব্রিটিশদের মাঝে ওবেসিটির হার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওবেসিটির হারকেও ছাড়িয়ে গেছে। গত বছর ব্রিটেনকে পশ্চিম ইউরোপের সবচাইতে বেশি ওজনধারী লোকের দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি