ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মুন্সিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশিত : ১৯:৩২, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ২০:২৭, ১১ মার্চ ২০১৯

মুন্সিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি তার আট শতাংশ জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করছেন মুক্তিযোদ্ধা হানিফ ও তার ছেলে মো.  শাহ জালাল হাওলাদার।

জমির মালিক মো. হানিফ হাওলাদারের বলেন, আলদি বাজারের আমার দোকারের পিছনের জমি দখল করে মাটি ভরাট ও বেড়া দেওয়া হয়। ওই জমিতে  বেড়া ও মাটি ভরাট করেছে শাহবুদ্দিন ও শামসউদ্দিন হাওলাদার। তাদের বাধা দিতে গেলে শাহবুদ্দিন গংরা মারমুখি আচারণ করে। পরে এ ব্যাপারে আমি টঙ্গিবাড়ী থানা একটি অভিযোগ দায়ের করেছি। তারা রাত ১২টার দিকে আমার জমির ওপর ঘর উঠিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করেছি। আমার জমি দখল করতে পারে না। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ আশা করছি।

অভিযোগ করে মো. হানিফ হাওলাদার বলেন,  তফসিলে বর্ণিত সম্পত্তি আমি পৈত্রিক সূত্রে মালিক হইয়া ভোগ দখল করিয়া আসিতেছি। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি নিয়ে বিবাদী ১। মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪৩), ২। মো. শামসুদ্দিন হাওলাদার (৪৫), উভয় পিতা- মৃত ইউসুফ আলী হাওলাদার, সাং- পূর্ব আলদি, ডাকঘর- আলদি বাজার, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জদ্বয় আমাদের সঙ্গে শত্রুতা পোষণ করতঃ ক্ষতি সাধন করার চেষ্টাসহ আমার তফসিল বর্ণিত সম্পত্তি জোর দখলের অপচেষ্টা করিয়া আসিতেছে। ১৫ ফেব্রুয়ারি সকালে উক্ত বিবাদীদ্বয়সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাত  নামা বিবাদীদের সঙ্গে নিয়ে আমার অফসিল বর্ণিত সম্পত্তিতে আসিয়া জোর দখলের অপচেষ্টা করে। আমি সংবাদ পাইয়া তাহাদের বাধা প্রদান করিতে গেলে তাহারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মারপিট করতে উদ্যত হয়। আমার ডাক-চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আমি এই বিষয় নিয়া বেশি বারাবারি করিলে উক্ত বিবাদীদ্বয় আমাকেসহ আমার পরিবারের লোকজনদের সময় সুযোগমত মারপিট করতে আসে। তফসিল বর্ণিত সম্পত্তি জোর দখল করিয়া নিবে মর্মে হুমকি দিয়া চলিয়া যায়। উক্ত বিবাদীদ্বয়সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাত নামা বিবাদীরা দুস্কৃতিকারী প্রকৃতির লোক। তাহারা যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমার তফসিল বর্ণিত সম্পত্তি জোর দখল করিয়া নিতে পারে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকজনদের অবহিত করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি আসলে বিষয়টি নিয়ে কথা বলা যাবে। ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, বাদি থানায় আসলে বিষয়টি নিয়ে কথা বলতে পারবো। 

জমি দখলের অভিযুক্ত ব্যক্তি মো. শামছুদ্দিন হাওলাদার (৪৬) বলেন, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। আমরা কারো জমি দখল করি নাই। 

তবে, বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদারের ছেলে শাহ জালাল হাওলাদার বলেন, আমরা আমাদের জমি ফেরত চাই। এটা আমাদের জমির বৈধ দলিল রয়েছে। কোনো সন্ত্রাসী দখল করতে পারে না।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি