ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে এবার সবজির বাম্পার ফলন (ভিডিও)

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ৩১ জানুয়ারি ২০২১

মুন্সীগঞ্জে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এই সবজি যাচ্ছে রাজধানীসহ আশপাশের জেলায়। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা।

রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জের ৬ উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৬৪৭ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে রয়েছে লাউ, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, মুলা, বেগুন, টমেটো, শশা, মিষ্টি কুমড়াসহ ১৮ থেকে ২০ ধরনের শাকসবজি।

অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে। এখান থেকে সবজি যাচ্ছে ঢাকাসহ আশপাশের জেলায়। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।

কৃষকরা জানান, নানা ধরনের সবজি করা হয়েছে, পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি তবে ফলন ভালো হয়েছে। এবার সব সবজিতে বহু লাভ হয়েছে। 

ভালো ফলনে কৃষকদের নানা পরামর্শ দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম বলেন, আশা করা যাচ্ছে আগামী ১০-১৫ দিনের মধ্যে শীতকালীন সবজির যে টার্গেট তা পূর্ণ হয়ে যাবে।

চলতি মৌসুমে জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ১৬ হাজার ৭৭৯ মেট্রিক টন। তবে এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি