ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ২০:৪১, ১৫ জুলাই ২০১৯

মুন্সীগঞ্জে বিভিন্ন সময়ের সদর কোর্টে ৬৬৫টি নিস্পত্তি মামলার বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আদালতের মালখানা প্রাঙ্গনে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের উপস্থিতিতে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

সময় বাজেয়াপ্তকৃত নগদ এক লক্ষ আটাশ হাজার ছেচল্লিশ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভিন্ন মামলার মধ্যে ২৫৬ মামলার ৬০ কেজি ৪৫২ গ্রাম ৫৪৮ পুরিয়া, ২৮০ মামলার ১১ হাজার ৮১৩ পিছ ইয়াবা, ২২ মামলার ১৫৩ বোতল ফেন্সিডিল,২৬ মামলার ৪শ ক্যান বিয়ার, ২৩ মামলার  ২২১ লিটার ৭৫০ গ্রাম চোলাই মদ, ১১ মামলার ৫ গ্রাম ২১৬ পুরিয়া, ৩ মামলার ৩ বোতল বিদেশী মদ, ৪৪ মামলার বিভিন্ন ও অন্যান্য আলমত ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোর্ট ইন্সপেক্টর হেদায়েত ইসলাম ভূইঁয়া, মালখানা দায়িত্ব প্রাপ্ত সি এস আই ইসফাত আরা খানমসহ আরও অনেকেই।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি