ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ- ৬১.৫ ওভারে ২৩০/৬

মুমিনুলের শতকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১০, ২২ নভেম্বর ২০১৮

মুমিনুল হকের ব্যাটে আরও একটি শত রান দেখলো বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শুরুতে ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়তে নামেন সৌম্য সরকার। কিন্তু, ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। ফলে দলের রান ১ হতেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
অপরদিকে, ব্যক্তিগত ৩ রানে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েও জীবন পান ইমরুল কায়েস। ওই সময় ব্যক্তিগত ১৬ রানে নো-বলের কল্যানে বেঁচে যান ইমরুল। ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ইমরুল কায়েস আর মুমিনুল হকের ব্যাটে সেই শঙ্কা দারুণভাবে কাটিয়ে ওঠে টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হলো না। নিজের খাতায় ৪৪ রান লিখে ফিরে গেলেন ইমরুল। এরপর ২০ রান করে মাঠ ছাড়েন মোহাম্মদ মিথুন। নিজের ১২০ রানে মাঠ ছাড়েন মুমিনুল।
শেষ খবর পাওয়া পর্যন্ত- বাংলাদেশের সংগ্রহ- ৬১.৫ ওভারে ২৩০/৬
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইনজুরি থেকে দীর্ঘদিন পর ফেরা অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচের মধ্যদিয়ে অভিষেক হয় নাঈম হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ, আরিফুল হক এবং লিটন দাস। তাদের জায়গায় এসেছেন নাঈম হাসান, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান।
এর আগে সাতটি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-উইন্ডিজ। ১০টিতেই জয় পায় ক্যারিবীয়ানরা। দুটি ম্যাচে জয় পায় টাইগাররা। বাকি দুটি ম্যাচ ড্র হয়। সবশেষ ক্যারিবীয় সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই হেরেছে মুশফিক-ইমরুল-মিরাজরা। আর নিজেদের খেলা সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে উইন্ডিজ।
বাংলাদেশ একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান।
উইন্ডিজ একাদশ :
ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শেন ডরউইচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান এবং শ্যানন গ্যাব্রিয়েল।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি