মুরগি পালন করে মাসে ২ লাখ টাকা আয় করেন তিনি
প্রকাশিত : ২০:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৮
বেকারত্বের বেড়াজাল ছিল যার নিত্যসঙ্গী, কঠোর শ্রম আর মেধায় তিনি-ই এখন গ্রামের তরুণদের কাছে সফল উদ্যোক্তা। মুরগি পালন করে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বিডাংশেরঘাট গ্রামের জিয়াউল হকের সংসারে জ্বলছে এখন আলোর বাতি।
জানা যায়, জিয়াউল তার এলাকায় ২ বছর পূর্বে নিজ জমির উপর একটি খামার গড়ে তুলেন। সেখানে প্রথমদিকে ২ হাজার মুরগি পালন শুরু করেন। বর্তমানে তার ফার্মে ৮ হাজার মুরগি রয়েছে। মুরগি পালন ব্যপারে জিয়াউল জানান- আমি একজন বেকার ছিলাম। কিন্তু আমার বহুদিনের প্রবল ইচ্ছা ও মনোভাব থাকায় আমি আমার নিজ জমিতে একটি ফার্ম করে মুরগি পালন শুরু করি। মুরগি পালনে আমি স্বাবলম্বী হয়েছি এবং আমার ফার্মে ৪ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। আমার ফার্মে এ বছর শুধু ব্রয়লার ও সোনালী জাতের মুরগি রয়েছে। প্রতি মাসে সেখান থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা উপার্জন হয়।
এসআই/ এমজে
আরও পড়ুন