ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

মুশারফের নাগরিকত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১১ জুন ২০১৮

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মুশারফকে নির্বাচনের যোগ্য ঘোষণার একদিন পরই এবার তার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

গত সোমবার দেশটির সর্বোচ্চ আদালত মুশারফের নাগরিকত্ব ও পাসপোর্ট ফিরিয়ে দিয়ে, তাকে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য আদালত তত্ত্বাবধায়ক সরকারকে আদেশ দেন।

আদালত বলেন, ‘পারভেজ মুশারফ দেশে ফেরত আসার যোগ্য, তাই তার পাসপোর্ট ও নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে।’ পাকিস্তানের প্রধান বিচারপতির সাকিব নিসারের বেঞ্চ এই আদেশ দেন।

জানা যায়, গত শনিবার অভ্যন্তরীণ মন্ত্রণালয় এনএডিআরএকে মুশারফের পাসপোর্ট ও নাগরিকত্ব জব্দের নির্দেশ দেন। এদিকে দেশে ফিরে আসার পর মুশারফকে গ্রেফতার করা যাবে না বলেও সাকিব নিসার ফের আদেশ দেন।

সূত্র: দ্য ডন
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি