মুহূর্তেই পাসপোর্ট নবায়নের সুযোগ উন্নয়ন মেলায়
প্রকাশিত : ১৯:১৭, ৪ অক্টোবর ২০১৮
মুহুর্তে পাসপোর্ট নবায়নের সুযোগ করে দিয়েছে ‘চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’। পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় সবকিছু উপস্থাপন করলে কয়েক ঘণ্টার মধ্যে তা নবায়ন করতে পারছেন আগ্রহীরা। আগ্রহীরা লাইনে দাঁড়িয়ে নগদ ৬ হাজার ৯০০ টাকা জমার মাধ্যমে এ সুযোগ নিতে পারছেন।
আজ বৃহস্পতিবার ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে এ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে মেলা ঘুরে দেখা যায়, মেলার মধ্যে সবচেয়ে ভিড় জমেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্যাভেলিয়নে। যেখানে পাসপোর্ট নবায়ন বা এ সংক্রান্ত যাবতীয় তথ্য নিতে আগ্রহীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। রাজধানীতে বসবাসকারী বিভিন্ন জেলার নাগরিকরা এ তাদের পাসপোর্ট নবায়ন করছেন।
মেলায় পাসপোর্ট নবায়ন করতে রাজধানীর মিরপুর থেকে এসেছেন ইউসুফ হোসেন। তিনি বলেন, বেলা ১১টায় আমি পাসপোর্ট নবায়নের জন্য মেলায় এসেছি। খবর পেয়েছিলাম যে এখানে তাৎক্ষণিকভাবে পাসপোর্ট নবায়নের সুযোগ দেওয়া হবে। এসেও দেখেছি সত্যি-ই তাই। ১ ঘণ্টা আগে আমি কাগজপত্র ও টাকাসহ প্রয়োজনীয় সবকিছু জমা দিয়েছি। সিরিয়াল অনুযায়ী একটু পরেই পেয়ে যাব বলে আশা করছি।
তিনি বলেন, আমাদের দেশে পাসপোর্ট সংক্রান্ত যে কোন কাজে অসহনীয় বিড়ম্বনায় পড়তে হয়।এবারই প্রথম বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ পেলাম। ভালোই লাগছে। সরকারের কাছে এমন সুযোগ আরো বাড়ানোর দাবি রাখছি।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, উন্নয়ন মেলায় এবারই প্রথম আমরা এমন সুযোগ করে দিতে পেরেছি।মেলা উদ্বোধন থেকে শুরু এখন পর্যন্ত ভিড় কমেনি। তাতে বুঝতে পারছি যে, এ সেবাটি নিতে নাগরিকদের মাঝে বেশ আগ্রহ আছে। আমাদের এখানে অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊধ্বতন সব কর্মকর্তা এসেছিলেন। আগ্রহীর সংখ্যা বেশি হওয়ায় এ আয়োজন আরো বাড়ানোর দরকার বলে মনে করছি।
প্যাভেলিয়নে আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন রফিকুল ইসলাম। তিনি বলেন, এখানে শুধু পাসপোর্ট নবায়ণের সুযোগ দেওয়া হচ্ছে। নতুন পাসপোর্ট তৈরির সুযোগ দেওয়া হচ্ছে না। তবে কেউ চাইলে এখান থেকে ফরম নিতে পারছে।ফরম ফিলআপ করে পরবর্তীতে আগারগাঁও মূল অফিসেই জমা দিতে হবে।
তিনি আরো বলেন, এখানে দিনের মধ্যেই পাসপোর্ট নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে। সকাল থেকে ১২ টার মধ্যে যারা নবায়নের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন তাদের পাসপোর্ট বিকেলে নবায়ন হয়ে যাচ্ছে। আর যারা ১২টার পরে জমা দিচ্ছেন তারা আগামীকাল নবায়নকৃত পাসপোর্ট পাবেন। এর জন্য টাকা নেওয়া হচ্ছে ৬ হাজার ৯০০টাকা। যা অন্যান্য সময়ও নেওয়া হয়। এছাড়া নিয়ম ও শর্তের বিষয়টি অন্যান্য সময়ের মতই।
মেলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিয়ে এসেছে বিশেষ সুযোগ।কাগজপত্র ঠিক থাকলে বিআরটিএ দিচ্ছে গাড়ি ও মোটর সাইকেলের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।যা নিতে স্টলটিতে ছিল আগ্রহীদের উপচে পড়া ভিড়।
স্টলে উপস্থিত বিআরটিএ সহকারী পরিচালক সানাউল হক বলেন, গাড়ি ও মোটর সাইকেলের শিক্ষানবীশ ড্রাইভারি লাইসেন্স পেতে যে ধরণের নিয়ম ও শর্ত অনুস্মরণ করতে হয়, আমাদের এখানেও তাই করতে হচ্ছে। এখানে একটি সুযোগ হচ্ছে সবকিছু ঠিক থাকলে মুহুর্তে লাইসেন্স পেয়ে যাচ্ছে। মেলার উদ্বোধন থেকে দুপুর ১২ পর্যন্ত মোট ২৫ জনকে গাড়ি ও মোটরসাইকেলের শিক্ষানবিশ ড্রাইভারী লাইসেন্স দেওয়া হয়েছে।
এদিকে মেলার আয়োজক সূত্র জানায়, এবারের মেলায় পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ জন্য আলাদা একটি স্টলের পাশাপাশি জেলা কর্নারগুলোতে পর্যটন বিষয়ক নানা তথ্য দেয়া হবে।
এ মেলার বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস জানান, এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে কর্মকাণ্ড প্রদর্শন করবে।
মেলার দ্বিতীয় দিনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’শীর্ষক সেমিনার এবং শেষ দিনে ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন জেলা বিষয়ে ব্র্যান্ডিং করা হবে। তুলে ধরা হবে দেশের ইতিহাস-ঐতিহ্য। মেলা শেষ হবে শনিবার।
আরকে// এআর
আরও পড়ুন